পাঁচ দফা দাবিতে মেডিক্যাল মানববন্ধন টেকনোলজিস্টদের 356 0
জাতীয় প্রেস ক্লাবে গতকাল বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের মানববন্ধন
পাঁচ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জাননো হয়।
বক্তারা অবিলম্বে স্বাস্থ্য অধিদফতরাধীন বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে পাস করা বেকার মেডিক্যাল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ প্রদান, নতুন পদ সৃষ্টি, ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন, স্বাস্থ্যবিভাগীয় নন-মেডিক্যাল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ সংশোধন, ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন ও মেডিক্যাল টেকনোলজি কোর্স আগের মতো চার বছরে বহাল, মেডিক্যাল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানবন্ধনে সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, শেখ সাদী, রিপন কুমার পল্লব, শাকিল উদ্দিন, আব্দুল জলিল, মাহমুদুল হাসান রাশেদ, আওয়াফ সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।